করোনা আক্রান্ত খুঁজতে নয়া উদ্যোগ তামিলনাড়ু সরকারের

সারা দেশে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০০। এরই মধ্যে নিজামুদ্দিনের ঘটনা বাড়িয়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত খুঁজতে নয়া উদ্যোগ নিল তামিলনাড়ু সরকার।

গ্রেটার চেন্নাই কর্পোরেশন স্বাস্থ্যকর্মীদের নিয়ে শুরু হয়েছে সমীক্ষার কাজ। শহরের বাড়ি বাড়ি ঘুরে তারা তথ্য সংগ্রহ করবেন। কোনও ব্যক্তির জ্বর, ফ্লু কিংবা করোনাভাইরাসের অন্য উপসর্গ আছে কিনা তা খুঁজে বের করবেন। আগামী ৯০ দিন সময়ে প্রায় ১০ লক্ষ বাড়িতে সমীক্ষা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ১৬ হাজার স্বাস্থ্যকর্মী এই কাজ করবেন। পর্যবেক্ষণের পরে তা ডেটাবেসে তোলা হবে।

চেন্নাই শহরকে ১৩,১০০ টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রত্যেক ক্লাস্টারে ৭৫ থেকে ১০০ টি বাড়ি রাখা হয়েছে। রাজ্যের মন্ত্রী এসপি ভেলুমনি জানিয়েছেন, প্রাথমিকভাবে কর্পোরেশনের চিকিৎসকরা এইসব রোগীর চিকিৎসা করবেন। পরবর্তী কোনও চিকিৎসার প্রয়োজন হলে সরকারি হাসপাতালে তাঁদের পাঠানো হবে। এই কাজের জন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। দেওয়া হবে সেফটি কিটসও। ইতিমধ্যেই ১১.৫ লক্ষ মাস্কের অর্ডার দেওয়া হয়েছে।

Previous articleহটস্পটগুলিতে বাড়তে পারে লকডাউন, বাকি জায়গায় বিধি মেনে শিথিল করার পরিকল্পনা
Next articleশূন্যে গুলি ছুঁড়ে বিতর্কে বিজেপি নেত্রী