Wednesday, November 12, 2025

একটা দুটো নয়, প্রায় ১৫০ শোর বেশি ময়ূরের দিন কাটছে অনাহারে। এমনই অবস্থা হুগলির পোলবা থানার গান্ধী গ্রামে। ময়ূর-গ্রাম নামে পরিচিত এলাকাটি। সেখানে গেলে যত্রতত্র ময়ূরদের পেখম মেলে খেলতে দেখা যায়। তাদের দেখতেই বছরভর বহু মানুষ গ্রামে যেতেন। কিন্তু সে সুসময় আজ অতীত। বড্ড কঠিন সময় দিন কাটছে জাতীয় পাখিদের।

গ্রামের মুষ্টিমেয় কিছু বাসিন্দা বছরভর ময়ূরগুলির লালনপালন করেন। কিন্তু লকডাউনের জেরে চাষের কাজ প্রায় বন্ধ। এখন গ্রামবাসীদের নিজেদের খাবারের যোগানই কঠিন হয়ে পড়েছে। ফলে ময়ূরের খাবার দিতে পারছেন না তাঁরা। গ্রামেরই কল্যা পরিবার জানায়, মূলত চাল ও গম খায় ময়ূরগুলি। সেই চাল ও গমের ভান্ডার এখন প্রায় শূন্য। সারাটা দিনে যে খাবার ওদের দরকার তার এক ভাগও দেওয়া যাচ্ছে না। কার্ড পিছু রেশন দোকানে যে পরিমাণ চাল ও গম পাওয়া গিয়েছে সেটা দিয়েও ওদের খাবারের জোগান দেওয়া যাচ্ছে না।
চারিদিকে ঘুরে ঘুরে যেটুকু খাবার পায়, খায়। কিন্তু খাবার সময় হলেই চলে যায় বাড়ির সামনে, ডাকতে থাকে। তখনই অসহায় বোধ করেন স্থানীয় বাসিন্দারা। অল্প কিছু খাবার দিয়ে তাড়িয়ে দেন।
পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক, সবার কাছে ময়ূরের খাবারের জন্য গিয়েছেন গ্রামবাসীরা কিন্তু তাদের অভিযোগ কেউই তাদের আবেদনে সাড়া দেননি। এখন অনাহারে ময়ূর গুলি মারা না যায় সেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে গান্ধী গ্রাম।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version