কারোনা পরিস্থিতি মোকাবিলায় আগেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাসিন্দাদের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7 এপ্রিল সন্ধে সাতটায় তিনি নিজের ফেসবুক পেজে তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার বাসিন্দাদের উদ্দেশে বার্তা দেবেন।
লকডাউনের শুরুতেই এলাকার মানুষকে সাহায্য করা ছাড়াও ভিন রাজ্যে আটকে পড়া ডায়মন্ড হারবারের বেশ কিছু বাসিন্দার খাবারের ব্যবস্থা জন্য নগদ অর্থ সাহায্য করেছেন অভিষেক। দেশের করোনা পরিস্থিতিতে আগামী দুই বছর এমপি ল্যাড তহবিল স্থগিত রেখে সব টাকা করোনা তহবিলে খরচ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় তৃণমূল সাংসদ ডায়মন্ড হারবারের মানুষকে কী বার্তা দেন সেটাই দেখার।
