করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য পাঠান ভাইদের

গোটা দেশ কাঁপছে করোনা আতঙ্কে। পাশাপাশি করোনা মোকাবিলায় চলছে ২১ দিনের লকডাউন। এর ফলে বেশি সমস্যায় পড়েছেন নিম্নবিত্ত, দিন আনা দিন খাওয়া মানুষজন। সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে অনেক ব্যক্তিত্ব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই সমস্যা সমাধানে। এবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ইউসুফ ও ইরফান পাঠান। পাঠান ভাইরা গরিবদের সাহায্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু দিলেন।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সচিন তেন্ডুলকর, বিরাট কোহালির মতো ভারতীয় ক্রিকেটাররা এর আগে অর্থ সাহায্য করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কেউ আবার স্থানীয়দের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। এর আগে স্থানীয়দের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছিল পাঠান ভাইদের। এ বার তাঁরা চাল-আলু বিতরণ করলেন গরিবদের মধ্যে।

Previous articleকরোনা: কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে পর্যালোচনা
Next articleএবার ত্রিপুরাতেও হাজির করোনা, আক্রান্ত এক মহিলা