করোনা: কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে পর্যালোচনা

ক্যাবিনেট বৈঠকের পরদিন মঙ্গলবার সকালে শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠীর বৈঠক। সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত নির্মলা সীতারমন, পীযুষ গয়াল, প্রকাশ জাওড়েকর, রমেশ পোখরিয়াল, স্মৃতি ইরানি সহ মন্ত্রীগোষ্ঠীর অন্যন্য সদস্য। মূলত লকডাউন পরবর্তী পরিস্থিতির পর্যালোচনা চলছে। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, কৃষি, বাণিজ্য ও গণপরিবহনের বিষয়গুলি আলোচ্য। আগামীদিনে করোনা সংক্রমণের গতিপ্রকৃতি নিয়ে বিশেষজ্ঞরা যে মতামত দিচ্ছেন তাতে করোনার হটস্পটগুলিকে দ্রুত চিহ্নিত করে লকডাউন কোন কোন ক্ষেত্রে কোথায় কতটা শিথিল করা যেতে পারে তা নিয়ে আলোচনা করছেন মোদি মন্ত্রিসভার সদস্যরা।

Previous articleআয়ের উৎস জানতে চেয়ে নোটিশ মৌলানা সাদকে
Next articleকরোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য পাঠান ভাইদের