গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে প্রায় ২ হাজার মৃত্যু

মার্কিন মুলুক যেনো মৃত্যুপুরী। শেষ ২৪ ঘণ্টায় সেখানে করোনার থাবায় মৃত্যু হয়েছে প্রায় ২০০০ জনের। দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী মৃত্যু হয়েছে ১৯৩৯ জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, চলতি সপ্তাহে আমেরিকার অবস্থা অন্যান্য দেশের তুলনায় সবথেকে খারাপ হতে পারে। একইভাবে করোনা থাবা বসিয়েছে সে দেশের অর্থনীতিতেও। বিশেষজ্ঞদের মতে, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ডেট্রয়েটে মৃত্যুর হার বাড়তে পারে। অন্যদিকে, আমেরিকার চেয়েও ইতালি ও স্পেন। ইতালিতে ১৭ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। স্পেনে সংখ্যাটা ১৩ হাজার ৭৯৮।

Previous articleরাজ্যের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ বিজেপি সাংসদের
Next articleট্রাক আটকে ওপারে, চ্যাংড়াবান্ধা সীমান্তে বিক্ষোভ মালিক ও চালকদের পরিবারের