আমাজন পুড়ে যাওয়ার খবর আমরা রেখেছি। কিন্তু করোনা ভাইরাসের এই বিপর্যয়ের মধ্যে একই ধরনের ঘটনা ঘটলো দক্ষিণবঙ্গের শুশুনিয়া পাহাড় ঘিরে। বাঁকুড়া পাহাড়ের জঙ্গলে বেশ কয়েকদিন থেকে এলাকার মানুষ আগুন দেখতে পাচ্ছিলেন বুধবার রাত থেকে তা দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। অনেকেই সেই আগুনের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ায় প্রকাশ্যে চলে আসে এই ঘটনা। রাত থেকেই সেখানে বহু মানুষ ভিড় জমান। অরণ্য বিশেষজ্ঞরা বলছেন, শুকনো পাতায় কোনও কারণে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। কেউ একজন শুকনো পাতায় আগুন লাগিয়ে ছিল বলে এলাকাবাসীদের কাছে খবর রয়েছে।


