নিম্নবিত্তদের খাবার দিল লায়ন্স ক্লাব অফ হেরিটেজ ফেমিনা

 

করোনার জেরে সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। এবার তাঁদের জন্য এগিয়ে এলো লায়ন্স ক্লাব অফ হেরিটেজ ফেমিনা। সংগঠনের উদ্যোগে কোচবিহার জেলার রেলঘুমটি সংলগ্ন রেললাইনের পাশের বস্তিবাসীর জন্য ডিম ভাত ও মিনারেল ওয়াটার দেওয়া হয়।

ফেমিনার প্রেসিডেন্ট অর্পিতা আইচ বলেন, ” অনেকেই এই পরিস্থিতিতে খাবার পাচ্ছেন না। লকডাউনের জন্য কাজ কর্ম সব বন্ধ। তাই আমরা প্রায় ২০০ জনের হাতে খাবার তুলে দিই।” এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অঞ্চলের বিশিষ্ট জনেরা।

Previous articleগাড়িই বাড়ি করোনা চিকিৎসকের, প্রশংসা নেটিজেনদের
Next articleকরোনা মোকাবিলায় লকডাউন বাড়তে পারে, সর্বদল বৈঠকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর