গাড়িই বাড়ি করোনা চিকিৎসকের, প্রশংসা নেটিজেনদের

করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন তিনি। তাই পরিবারের সংস্পর্শে না এসে গড়িকেই করে নিয়েছেন বাড়ি। ভোপালের জেপি হাসপাতালে কর্মরত চিকিৎসক সচিন নায়েক। চিকিৎসার পর বাকি সময় কাটাচ্ছেন গাড়িতেই। খাওয়া,ঘুম সবটাই সেখানে।

সচিন বলেন, সারাদিন করোনা রোগীদের সঙ্গে থাকতে হয়েছে। তাই হাসপাতাল থেকে ফিরে গাড়িতেই থাকছি। কারণ আমার সংস্পর্শে এলে আমার স্ত্রী সন্তানও অসুস্থ হয়ে পড়তে পারে। নিজের নিত্য প্রয়োজনীয় সরঞ্জামও গাড়িতে জমা করেছেন সচিন। সঙ্গে রয়েছে খাবার বানানোর উপকরণ। ফাঁকা সময়ে ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছেন ভিডিও কলে।

সচিনের এই লড়াই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান প্রশংসা করেছেন সচিনের এই উদ্যোগের। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ” সচিন আপনার মতো এক যোদ্ধাকে মধ্যপ্রদেশের পক্ষ থেকে প্রণাম জানাই। আমরা সবাই আপনার মতো হতে পারলে, তবেই এই যুদ্ধজয় সম্ভব।”

Previous articleগাছে যীশুখ্রিষ্ট! সামাজিক দূরত্ব ভুলে ছুটলেন মানুষ
Next articleনিম্নবিত্তদের খাবার দিল লায়ন্স ক্লাব অফ হেরিটেজ ফেমিনা