মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে কোনও সাহায্য তো দূরে থাক, একটি ফোনও রাজ্য সরকারের কাছ থেকে আসেনি। ফলে কেরলে কাজ করতে গিয়ে আটকে যাওয়া বাংলার শ্রমিকরা ব্যাপক দুর্দশায়। প্রত্যেকদিন খাবারের জন্য বিরাট লাইন পড়ছে, শুধু খেতেই তিন ঘন্টা!লকডাউন সামান্য দিনের জন্য যদি ভাঙে, তাঁরা আদৌ কী দেশে ফিরতে পারবেন? অনন্ত প্রতীক্ষায় তাঁরা দিন কাটাচ্ছেন। পাশে দাঁড়ানোর কেউ নেই।
