কেরলে আটকে থাকা বাংলার শ্রমিকদের কাছে একটা সৌজন্য ফোনও গেল না!

করোনা আপডেট :৮ এপ্রিল, সকাল ১০ টা। বিশ্ব : আক্রান্ত ১৩,৬২,৯৩৬। মৃত ৭৬,৩৭৩। দেশ : আক্রান্ত ৪,৮৫৮, মৃত ১২৪। রাজ্য : আক্রান্ত ৬৯, মৃত ৫।

মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে কোনও সাহায্য তো দূরে থাক, একটি ফোনও রাজ্য সরকারের কাছ থেকে আসেনি। ফলে কেরলে কাজ করতে গিয়ে আটকে যাওয়া বাংলার শ্রমিকরা ব্যাপক দুর্দশায়। প্রত্যেকদিন খাবারের জন্য বিরাট লাইন পড়ছে, শুধু খেতেই তিন ঘন্টা!লকডাউন সামান্য দিনের জন্য যদি ভাঙে, তাঁরা আদৌ কী দেশে ফিরতে পারবেন? অনন্ত প্রতীক্ষায় তাঁরা দিন কাটাচ্ছেন। পাশে দাঁড়ানোর কেউ নেই।

Previous articleকক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদ! আজ “সুপার ফুল মুন”
Next articleমুখ্যমন্ত্রীর নির্দেশে করোনার পাশাপাশি ডেঙ্গু দমনেও ঝাঁপাচ্ছে রাজ্য