Sunday, November 16, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনার পাশাপাশি ডেঙ্গু দমনেও ঝাঁপাচ্ছে রাজ্য

Date:

এক রামে রক্ষা নেই !

করোনা-প্রকোপের মাঝেই যদি ডেঙ্গু সংক্রমণ শুরু হয়, তাহলে সরকারের পক্ষে তা সামলানো মুশকিল৷ তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে আগাম সতর্কতায় বিশেষ নজর দিচ্ছে রাজ্য।

করোনা-যুদ্ধ চলছেই, তার মাঝেই রাজ্যে ডেঙ্গু দমনের প্রস্তুতি শুরু করতেও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা-র মধ্যে ডেঙ্গু যাতে নতুন উদ্বেগের কারণ না হয়, সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী৷

গত কয়েক বছর রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ইদানিং শীতকাল থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণের সরকারি উদ্যোগ শুরু হয়ে যায়। এবছরও তা হয়েছিল। কিন্তু করোনার কারনে ডেঙ্গু-নিয়ন্ত্রণ কর্মসূচি স্থগিত হয়ে যায়৷ এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করতে রাজ্যের সব পুরসভাকে নির্দেশ পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এই কাজে সঠিকভাবে পরিচালনা করতে স্বাস্থ্য দপ্তরের যুগ্মসচিব শরৎ দ্বিবেদিকে নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে। প্রতি জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচিতে নজরদারির জন্য পুর দফতরের একজন করে যুগ্মসচিব পর্যায়ের অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ কলকাতার পাশাপাশি
গোটা রাজ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি চলবে।
মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সাবধান হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। গরম ও বৃষ্টির সঙ্গে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা যাতে না ঘটে, তার জন্য দুটি দফতরকে দায়িত্বও দেওয়া হয়েছে৷ পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব সুব্রত গুপ্ত এবং স্বাস্থ্য দফতরের যুগ্মসচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্বেগ, করোনার এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে মানুষ যদি আবার ডেঙ্গুতে আক্রান্ত হতে শুরু করেন, তাহলে সরকারের পক্ষে তা সামলানো মুশকিল হয়ে যাবে। তাই আগাম সতর্কতায় বিশেষ নজর দিচ্ছে রাজ্য।
প্রসঙ্গত, গত বছর রাজ্যে ৪৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। গত বছরের নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version