Wednesday, December 3, 2025

BREAKING : গোপনে নতুন কোম্পানি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

কোয়েসের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের আগে গোপনে নতুন কোম্পানি খুলেছে ইস্টবেঙ্গল।

বৃহস্পতিবার ” সংবাদ প্রতিদিন” কাগজে এই breaking newsটি করেছেন সাংবাদিক দুলাল দে।
দুলাল যা লিখেছেন, তার মূলকথা হল, কোয়েস এর অপেক্ষা না করে 6 মাস আগেই, ” ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড” নাম দিয়ে নতুন কোম্পানি খুলে ফেলেছেন লাল-হলুদ কর্তারা! যে কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম রয়েছে ক্লাব সভাপতি ডাঃ প্রণব দাশগুপ্ত এবং অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকারের। ছ’মাস আগে কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল এফসি প্রাইভেট লিমিটেড এর বাইরে আরও একটা নতুন কোম্পানি খোলা হয়ে গেল, অথচ কার্যকরি কমিটির বেশিরভাগ সদস্যই পুরো বিষয়টি নিয়ে অন্ধকারে। যা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্লাবের অন্দরেই। আর কোনো মন্তব্য না করে দূর থেকে কোয়েস কর্তারা পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করছেন।
খোঁজ খবর নিয়ে যা জানা গেল, গত বছর ২৫ সেপ্টেম্বর ” ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড” নাম দিয়ে একটি নতুন কোম্পানি খোলা হয়েছে। যার আইডেন্টিফিকেশন নম্বর হচ্ছে-‘ইউ ৯২৪১২ ডব্লিউবি ২০১৯ পিটিসি ২৩৪০৯২’। রেজিস্ট্রেশন নম্বর- ২৩৪০৯২। এই কোম্পানির মোট শেয়ার ক্যাপিটাল ১০ লক্ষ টাকা। নতুন কোম্পানির ঠিকানা দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ঠিকানাই। ডাঃ প্রণব দাস গুপ্ত এবং দেবব্রত সরকারের ডিরেক্টর হিসেবে নামের পাশাপাশি শেয়ারহোল্ডার হিসেবে নাম রয়েছে চারজনের। ডাঃ প্রণব দাশগুপ্ত এবং দেবব্রত সরকারের নামে রয়েছে ৪০ শতাংশ করে শেয়ার। সচিব কল্যাণ মজুমদার এবং কার্যকরি কমিটির আরেক কর্তা সৈকত গঙ্গোপাধ্যায় নতুন কোম্পানিটিতে শেয়ার নিয়েছেন ১০ শতাংশ করে। কিন্তু নতুন কোম্পানি গঠন করতে গিয়ে কেন তা কার্যকরি কমিটিতে জানানো হলো না, তা নিয়েই বেশ কিছু কার্যকরী কমিটির সদস্য বিষ্ময় প্রকাশ করেছেন।
ইস্টবেঙ্গলের নতুন কোম্পানি খোলার প্রসঙ্গে অনেকে মোহনবাগানের প্রসঙ্গ টেনে আনলেও মোহনবাগান নতুন কোম্পানি ‘ মোহনবাগান ফুটবল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’- এর সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেডের অনেক পার্থক্য রয়েছে। প্রথমত ম্যাকডাওয়েলের থেকে ছাড়পত্র পাওয়ার পরেই নতুন কোম্পানি খোলেন সবুজ-মেরুন কর্তারা। তার ওপর ‘ মোহনবাগান ফুটবল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর আসল মালিক হচ্ছে ক্লাবের সদস্যরা। মোট ১০,০০০ শেয়ারের মধ্যে ক্লাবে সদস্যদের অধীনে ৯৯৯৯টি শেয়ার। আর কোম্পানি গঠনের ১টি মাত্র শেয়ার সভাপতি টুটু বোসের। সেখানে ইস্টবেঙ্গলের নতুন কোম্পানিতে চার কর্তায় শেয়ারহোল্ডার।
ইস্টবেঙ্গলের নতুন কোম্পানি খোলা নিয়ে যাবতীয় খোঁজ খবর রাখছেন ফেডারেশন এবং এফএসডিএল কর্তারাও। ফেডারেশন কর্তারা বলছেন, ” ফুটবল খেলার জন্য লাইসেন্সিং করা হয়েছে ‘ কোয়েস ইস্ট বেঙ্গল এফসি’র নামে। এবার যদি নতুন কোম্পানি দিয়ে ইস্টবেঙ্গল খেলতে চায়, তাহলে কইছে ছাড়পত্র একান্তই জরুরি। সঙ্গে নতুন কোম্পানিকেও লিখিত জানাতে হবে, আগের কোম্পানির যাবতীয় আর্থিক দায়ভার নতুন কোম্পানিকে নিতে হবে। কার কাছে কি শেয়ার আছে, আর কে কোথায় কোম্পানি করেছে তা নিয়ে আমাদের আগ্রহ নেই।”

spot_img

Related articles

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...