বর্ষাকালে দেশে বাড়তে পারে করোনা! আশঙ্কা ভারতীয় গবেষকের

দফায় দফায় বিমানে করে দেশে ফিরেছেন ভারতীয়রা। কিন্তু করোনার উৎসস্থল উহানে থেকে গিয়েছিলেন অরুণজিৎ সাথরাজিত। গবেষক অরুণজিৎ তুলে ধরলেন গত তিন মাসের অভিজ্ঞতার কথা। কীভাবে বাঁচতে পারে ভারত, দিলেন সেই পরামর্শও।

সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, লকডাউনের চলায় ৭৩ দিন বেরোননি বাড়ি থেকে। এমনকী কারও সঙ্গে কথাও বলেননি তিনি। করোনা ঠেকাতে নিজেকে গৃহবন্দি রাখার পরামর্শ দিয়েছেন গবেষক। তবে তাঁর আশঙ্কা ভারতে বিপদ বাড়তে পারে বর্ষাকালে। কারণ সেইসময় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে, সমস্যা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।

ভারতীয় সহ আরও বিদেশিদের ফিরিয়ে আনতে এয়ার ইন্ডিয়া ২টি বিশেষ বিমান চিনে পাঠায়। ৭০০ জনকে ফিরিয়েও আনা হয়। কিন্তু ফেরেননি ভারতীয় গবেষক অরুণজিৎ। কিন্তু বিপদের সময় চিনকে ফেলে আসেননি তিনি। এদিকে দেশে রয়েছেন তাঁর বয়স্ক বাবা-মা, স্ত্রী, সন্তান। তাঁদেরও সংক্রমণের ভয় রয়েছেন। প্রাণ নিয়ে থেকে গিয়েছিলেন উহানে।