লকডাউনের তাৎপর্য বোঝাতে পুলিশের পাশে ইমাম। শুক্রবার, মুর্শিদাবাদের বড়ঞার গোপীপুরে সামাজিক দূরত্ব বিধি উপেক্ষা করে মসজিদে বহু মানুষ জড়ো হন। মুখে মাস্কও ছিল না কারও। কান্দির এসডিপিও কুমার সানি রাজের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে উপস্থিত মানুষদের বোঝানোর চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে সহযোগিতা নামেন মসজিদের ইমাম। তিনি গ্রামবাসীরদের নির্দেশ দেন করোনা পরিস্থিতি চলাকালীন বাড়িতে নমাজ পড়তে। লকডাউন ও সামাজিক দূরত্বের তাৎপর্য বোঝান সকলকে।

দেখুন ভিডিও…
