জ্বালানির অভাব, চাল-ডালের পরিবর্তে রান্না করেই গরিবের মুখে অন্ন জোগাচ্ছেন রত্না

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। আর এই লকডাউন পর্বে সবচেয়ে সমস্যায় পড়েছেন গরিব দিন আমি দিন খাই মানুষগুলি। আর তাঁদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, রাজ্যের কোনও মানুষ যেন অভুক্ত না থাকে সেই ব্যবস্থাই করবেন। মুখ্যমন্ত্রী এই কর্মসূচিকে নিজের এলাকায় সার্থক করে চলেছেন রত্না চট্টোপাধ্যায়।

আজ, শুক্রবার কলকাতা কর্পোরেশনের ১৩১ নম্বর ওয়ার্ডের পর্ণশ্রীর এলাকা থেকে ফোন আসে রত্না চট্টোপাধ্যায়ের কাছে। ফোনের ওপার থেকে বলা হয়, বেশ কিছু পরিবার এখানে অভুক্ত অবস্থায় রয়েছে। কিন্তু রত্নাদেবী ওই এলাকাতেই আগেই চাল-ডাল দিয়েছেন। কিন্তু গ্যাস বা কেরোসিন না থাকার দরুন তাঁরা সেগুলি রান্না করে খেতে পারছেনা। তাই রত্না চট্টোপাধ্যায় ঠিক করেন ওই সমস্ত পরিবারগুলিকে কাঁচা চাল-ডাল নয়, বরং এখন থেকে রান্না করা খাবারই প্রদান করবেন। এবং সেইমতো এদিন তিনি নিজে তদারকি করে গরিব মানুষগুলির মুখে অন্ন তুলে দিলেন।

Previous articleমার্কিন জেলে করোনায় আক্রান্ত ৪৫০ জন!
Next articleBreaking: গোষ্ঠী সংক্রমণ প্রতিরোধে হটস্পট ‘সিল’-এর সিদ্ধান্ত রাজ্য সরকারের: মুখ্যসচিব