Friday, May 16, 2025

লকডাউন: সর্বক্ষণের নাট্যকর্মীদের পাশে ব্রাত্যজন, উদ্যোক্তা ব্রাত্য বসু

Date:

“শারীরিক দূরত্ব থাকুক, সামাজিক দূরত্ব নয়”- এই বার্তা নিয়ে নাট্যকর্মীদের পাশে দাঁড়াল ব্রাত্যজন। উদ্যোক্তা অবশ্যই রাজ্যের মন্ত্রী তথা নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। অনেক থিয়েটার কর্মী আছেন যাঁরা মঞ্চে অভিনয়কেই সব সময়ের কাজ হিসেবে গ্রহণ করেছেন। সেটা থেকে যা আয় হয়, তাই দিয়েই তাঁদের দিন গুজরান হয়। কিন্তু লকডাউনের জেরে রঙ্গমঞ্চ এখন বন্ধ। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের আগের থেকেই অবশ্য প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গিয়েছে। ফলে রুজি হারিয়েছেন এইসব সর্বক্ষণের নাট্যকর্মীরা। ব্রাত্যজন একটা বৃহৎ পরিবার। সেই পরিবারের এই সব অভিনেতাদের পাশে দাঁড়িয়েছেন পরিবারের অন্য সদস্যরা। প্রধান উদ্যোগটা অবশ্যই নিয়েছেন ব্রাত্য বসু। এবং তাঁর এই উদ্যোগের কথা জানতে পেরে অন্যান্য মানুষও এতে শামিল হতে চেয়েছেন। এই কারণে তাঁরা একটি ফান্ড তৈরি করছেন। একটি নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে পোস্টার তৈরি করা হয়েছে।

ফাইল ছবি

যোগাযোগের জন্য পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, প্রান্তিক চৌধুরী, পৃথ্বীশ রানার নাম ফোন নম্বর দেওয়া রয়েছে পোস্টার বা কার্ডে। ব্রাত্যজনের তরফে জানানো হয়েছে, প্রথমে তারা নিজেদের দলগুলির সদস্যদেরই পাশে দাঁড়াবে। এরপর ধাপে ধাপে ফান্ড তৈরি হয়ে গেলে সারা রাজ্যের দুঃস্থ নাট্যকর্মীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। লকডাউন পরিস্থিতিতে স্থায়ী চাকরি যাঁদের নেই, তাঁদের রুজি রোজগারের জন্য রাতের ঘুম উড়েছে। এই অবস্থায় নাট্যকর্মীদের জন্য ব্রাত্যজনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

ফাইল ছবি

 

Related articles

ফল প্রকাশ উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার, উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুক্রবার রাজ্যের বিভিন্ন বিষয়ের ওপর বৃত্তিমূলক(Vocational) পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল...

স্বস্তি মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ফিরছেন উইল জ্যাকস

মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জন্য স্বস্তির খবর। যখন বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে নাম তুলে নিচ্ছেন, সেই সময় মুম্বই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৬ মে শুক্রবার ২০২৫১ গ্রাম      ১০ গ্রামপাকা সোনার বাট       ৯২১০ ₹   ৯২১০০ ₹খুচরো পাকা...

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...
Exit mobile version