Sunday, November 16, 2025

লকডাউন: সর্বক্ষণের নাট্যকর্মীদের পাশে ব্রাত্যজন, উদ্যোক্তা ব্রাত্য বসু

Date:

“শারীরিক দূরত্ব থাকুক, সামাজিক দূরত্ব নয়”- এই বার্তা নিয়ে নাট্যকর্মীদের পাশে দাঁড়াল ব্রাত্যজন। উদ্যোক্তা অবশ্যই রাজ্যের মন্ত্রী তথা নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। অনেক থিয়েটার কর্মী আছেন যাঁরা মঞ্চে অভিনয়কেই সব সময়ের কাজ হিসেবে গ্রহণ করেছেন। সেটা থেকে যা আয় হয়, তাই দিয়েই তাঁদের দিন গুজরান হয়। কিন্তু লকডাউনের জেরে রঙ্গমঞ্চ এখন বন্ধ। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের আগের থেকেই অবশ্য প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গিয়েছে। ফলে রুজি হারিয়েছেন এইসব সর্বক্ষণের নাট্যকর্মীরা। ব্রাত্যজন একটা বৃহৎ পরিবার। সেই পরিবারের এই সব অভিনেতাদের পাশে দাঁড়িয়েছেন পরিবারের অন্য সদস্যরা। প্রধান উদ্যোগটা অবশ্যই নিয়েছেন ব্রাত্য বসু। এবং তাঁর এই উদ্যোগের কথা জানতে পেরে অন্যান্য মানুষও এতে শামিল হতে চেয়েছেন। এই কারণে তাঁরা একটি ফান্ড তৈরি করছেন। একটি নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে পোস্টার তৈরি করা হয়েছে।

ফাইল ছবি

যোগাযোগের জন্য পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, প্রান্তিক চৌধুরী, পৃথ্বীশ রানার নাম ফোন নম্বর দেওয়া রয়েছে পোস্টার বা কার্ডে। ব্রাত্যজনের তরফে জানানো হয়েছে, প্রথমে তারা নিজেদের দলগুলির সদস্যদেরই পাশে দাঁড়াবে। এরপর ধাপে ধাপে ফান্ড তৈরি হয়ে গেলে সারা রাজ্যের দুঃস্থ নাট্যকর্মীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। লকডাউন পরিস্থিতিতে স্থায়ী চাকরি যাঁদের নেই, তাঁদের রুজি রোজগারের জন্য রাতের ঘুম উড়েছে। এই অবস্থায় নাট্যকর্মীদের জন্য ব্রাত্যজনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

ফাইল ছবি

 

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version