করোনা’র ধাক্কায় ভেঙে পড়েছে অন্য জরুরি স্বাস্থ্য পরিষেবা, নজর দিতে কেন্দ্রের চিঠি রাজ্যকে

করোনা-র ধাক্কা সামলাতে গিয়ে আর এক গুরুতর সমস্যা দেশজুড়ে মাথা চাড়া দিয়েছে৷ এই সমস্যা এতটাই গভীরে পৌঁছে গিয়েছে যে, কেন্দ্রকে নড়েচড়ে বসতে হলো৷

করোনা- প্রতিরোধে স্বাভাবিকভাবেই বাড়তি নজর দিতে হচ্ছে, এর ফলে বিঘ্নিত হয়ে পড়েছে অন্য জরুরি স্বাস্থ্য পরিষেবা৷ দৈনন্দিন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বিষয়ে হাজারো অভিযোগে বিব্রত কেন্দ্রীয় সরকার৷

সমস্যার গভীরতা বুঝে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্র জরুরি নির্দেশ পাঠালো, করোনার বিরুদ্ধে যুদ্ধ তো চলবেই, তবে একই সঙ্গে চালিয়ে যেতে হবে অন্যান্য জরুরি দৈনন্দিন স্বাস্থ্য পরিষেবার কাজ৷ করোনা ছাড়া অন্য রোগীদের চিকিৎসা পরিষেবা প্রাপ্তিতে যাতে কোনও অসুবিধে না হয়, তা দেখার জন্য দেশের সব ক’টি রাজ্যের কাছে নির্দেশ পাঠালো কেন্দ্র৷ দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘ন্যাশনাল হেলথ মিশনের মিশন’-এর অধিকর্তা বন্দনা গুরনানি৷ এই চিঠিতে গর্ভবতী, প্রসূতি মহিলা ও সদ্যোজাত শিশুদের প্রতি বাড়তি যত্ন ও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে৷

চিঠিতে বলা হয়েছে, ‘করোনা মহামারি আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উপরে মারাত্মক চাপ তৈরি করেছে৷ এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে আমাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সবাইকে এখন দিন রাত বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে৷ করোনা- লড়াইয়ের পাশাপাশি বেশ কিছু ধারাবাহিক দৈনন্দিন স্বাস্থ্য পরিষেবার বিষয়টিও যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে৷’

ন্যাশনাল হেলথ মিশনের মিশন অধিকর্তা সব রাজ্যকে নির্দেশ দিয়েছেন,
“করোনার লকডাউনের মাঝে দেশের সর্বত্র গর্ভবতী, প্রসূতি ও সদ্যোজাতদের পাশাপাশি বয়স্ক মহিলা, পুরুষ ও ক্রনিক রোগে ভুগতে থাকা রোগীদের দিকে আগের মতোই ধারাবাহিক ভাবে নজর দিতে হবে৷ যে সব রোগীর ডায়ালিসিস বা কেমোথেরাপি চলছে, তাঁরা যাতে আগের মতোই চিকিৎসার সুযোগ পান, তা দেখার নির্দেশও দেওয়া হয়েছে এই চিঠিতে৷ একই রকম ভাবে বাড়তি নজর দিতে বলা হয়েছে সেই সব রোগীর প্রতি যাঁদের রক্ত সংক্রান্ত রোগ রয়েছে এবং নিয়মিত রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে৷ লকডাউনের সময়ে বিভিন্ন এলাকায় আটকে থাকা রোগীদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ লকডাউন চলাকালীন কোনও গর্ভবতী মহিলা বা অসুস্থ রোগীর হাসপাতালে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তা দেখতে হবে রাজ্য সরকারগুলিকেই, জানিয়েছে কেন্দ্র৷

Previous articleলকডাউনে দাতব্য সেলুন! নিখরচায় মানুষের চুল-দাড়ি কাটার দায়িত্ব নিলেন কাউন্সিলর
Next articleজাহিরের সঙ্গে ডেট করছেন সলমনের নায়িকা!