লকডাউনে দাতব্য সেলুন! নিখরচায় মানুষের চুল-দাড়ি কাটার দায়িত্ব নিলেন কাউন্সিলর

দীর্ঘ লকডাউনে বন্ধ শহরের সেলুনগুলিও। ফলে অনেক মানুষ তাঁদের চুল-দাড়ি কাটতে পারছেন না। তাই এবার মানুষের চুল-দাড়ি কাটতে অভিনব উদ্যোগ নিলেন কলকাতা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষ। তিনি স্থানীয় এলাকার ১৭৫ জন ভবঘুরের দায়িত্ব নিলেন। একইসঙ্গে এলাকার মানুষদের ও শারীরিক পরিচর্যায় কোনরকম ও ত্রুটি রাখছেন না বাপি ঘোষ। তবে শর্ত একটাই। মাস্ক পড়ে আসতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব।

তাঁর এই উদ্যোগকে আকর্ষণীয় করে তুলতে ছড়ার আকারে তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কাউন্সিলর বাপি ঘোষ।

পড়ে নিন সেই ছড়া—

“চাল ডাল তো দিচ্ছে সবাই
চুলটা নেবে কে ?
বন্ধ সেলুন
ধন্ধে মানুষ
কেউ তো ভেবেছে

বাড়ছে গরম
বাড়ছে কেশ
চিন্তা চুলে
মানুষ শেষ
লক ডাউন
সেলুনে তালা
লম্বা চুলে বড়ই জ্বালা
রাস্তাঘাটও নাপিত শূন্য
বসলে পুলিশ হবে ক্ষুন্ন
বাড়িতে যদি দাও কল
পকেটে তার পাবে ফল

দেখে শুনে বাবু
মানুষ যাতে না হয় কাবু
বসাচ্ছেন দাতব্য সেলুন
ফ্রি তে চুল কেটে ফেলুন
শর্ত কিন্তু একটাই
মাস্ক আর ডিসটেন্স
মানা চাই”।

Previous article‘এবারের মতো IPL ভুলে যাওয়াই ভালো’ মন্তব্য সৌরভের
Next articleকরোনা’র ধাক্কায় ভেঙে পড়েছে অন্য জরুরি স্বাস্থ্য পরিষেবা, নজর দিতে কেন্দ্রের চিঠি রাজ্যকে