বুদ্ধ, অভিষেকের পর এবার ই-বুকে দিলীপ

বুদ্ধদেব ভট্টাচার্য আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ই-বুক ঝড় তুলেছে আগেই। রবিবার https://ereaders.co.in প্রকাশ করল দিলীপ ঘোষকে নিয়ে নতুন ই-বই ” বেপরোয়া দিলীপ”। লেখক অভিজিৎ ঘোষ। আগামী দু’দিনে আরও তিনটি বই প্রকাশিত হতে চলেছে। লকডাউনের মধ্যে এই উদ্যোগ গোটা বিশ্বের মধ্যে প্রথম বাংলাতেই হচ্ছে। সাড়া দিচ্ছেন বিশ্বব্যাপী পাঠকপাঠিকারা।

 

Previous articleকরোনা পজিটিভ ২: কলকাতা মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে বন্ধ রোগী ভর্তি
Next articleলকডাউনে স্বামী রণবীরের জন্য এ কী করলেন দীপিকা!