আরও একটি ই-বই প্রকাশিত, তিরিশ হাজার পাঠকের কাছে ইরিডার্স

https://ereaders.co.in আরও একটি ই-বই প্রকাশিত। বুদ্ধদেব ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষের পর এবারের চরিত্র অধীররঞ্জন চৌধুরী। ই-বই: রবিনহুডের রূপকথা। লেখক: কনাদ দাশগুপ্ত। সঙ্গে ঘোষণা: মঙ্গলবার বাংলা নববর্ষে প্রকাশিত হবে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের একটি দুরন্ত ই-বই। ইতিমধ্যেই বিশ্বজুড়ে 30,000 এর বেশি পাঠকপাঠিকার কাছে পৌঁছে গিয়েছে ereaders.co.in

Previous articleলকডাউন: সর্বক্ষণের নাট্যকর্মীদের পাশে ব্রাত্যজন, উদ্যোক্তা ব্রাত্য বসু
Next articleলকডাউন: যাদবপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে বাম ছাত্র-যুবরা