অভিনেত্রী তথা তৃণমূল সাংসদের বাবা’র করোনা-পজিটিভ, পাঠানো হল দ্বিতীয় নমুনা

শরীরে কোভিড-১৯- এর প্রমাণ মিলেছে৷ প্রথম রিপোর্ট এমনই৷ রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানোও হয়েছে বলে জানা গিয়েছে।

আক্রান্ত রোগী অভিনেত্রী তথা তৃণমূল-সাংসদের বাবা। পরিস্থিতি খুবই গুরুতর৷
রবিবার রাতে ওই সাংসদের বৃদ্ধ বাবাকে ইএম বাইপাসে ফুলবাগান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার প্রবল শ্বাসকষ্ট-সহ অল্প জ্বর নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। যখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর অবস্থা সঙ্কটজনক ছিল। তাঁকে রবিবার রাতেই ইনসুলিন দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, সাংসদের বাবার শরীরে করোনা আক্রান্ত হওয়ার সমস্ত উপসর্গ দেখা যায়। তারপরেই সোমবার সকালে তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। ওই হাসপাতালে নিজেদেরই কোভিড পরীক্ষার ব্যবস্থা আছে। সেই পরীক্ষাতে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। সূত্রের খবর, বাবার সংক্রমণ কতটা তা নিয়ে আরও নিসংশয় হতে চেয়েছেন ওই সাংসদ। তাই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ফের নমুনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, একটি সরকারি পরীক্ষাগারে ফের সাংসদের বাবার লালরসের নমুনা পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেই রিপোর্ট পাওয়া যাবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

Previous articleট্রেন চলার গুজব! বান্দ্রায় লকডাউন ভেঙে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের জমায়েত, লাঠিচার্জ
Next articleকেন্দ্রের বেনজির তৎপরতা, অর্ডিন্যান্স এনে দৈনিক কাজের সময় বাড়াতে চলেছে কেন্দ্র