লকডাউনকে উপেক্ষা করে করোনাভাইরাসের পরীক্ষা ঠিকমতো না হওয়ার অভিযোগে পথে নেমে বিক্ষোভ। বুধবার বহরমপুর শহরের বিভিন্ন প্রান্তে এবং জেলা প্রশাসনিক ভবনের সামনেও বিক্ষোভ দেখান জেলা সিপিআইএম নেতৃত্ব। তাঁরা রাজ্যে বেশি সংখ্যায় এবং সঠিক ভাবে করোনা পরীক্ষা করার দাবি জানান। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, যথেষ্ট সংখ্যক করোনা পরীক্ষার কিট রয়েছে। তবু কেন এরাজ্যে করোনা পরীক্ষা ঠিকমতো হচ্ছে না? প্রশ্ন তোলে সিপিআইএম। মুর্শিদাবাদে ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসার পরেও তাঁদের পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ। অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।