Monday, December 29, 2025

গুজব সামলাতে গিয়ে পা ভাঙল ওসি-র

Date:

Share post:

পঞ্জাবের পরে ফের লকডাউনে আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুরিয়া। সেখানকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ছ’জন করোনা আক্রান্ত হয়েছেন- সোমবার রাতে এই গুজব ছড়ায়। মঙ্গলবার, সকালে জামুরিয়া থানার পুলিশ কর্মীরা ওই কোয়ারেন্টাইন সেন্টারে খাবার দিতে গেলে তাঁদের বাধা দেন সেখানে থাকা বাকিরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 25 জন পুলিশ নিয়ে সেখানে যান ওসি সুব্রত ঘোষ। অভিযোগ কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকেরা দাবি জানান, করোনা আক্রান্ত বা বাইরের কাউকে সেখানে রাখা যাবে না। ওসি বলেন, এটা একেবারেই গুজব। এটাতে কান না দিতে। অভিযোগ, আচমকাই পুলিশকর্মীদের উপর লাঠি নিয়ে আক্রমণ চালান কোয়ারেন্টাইনে থাকা লোকেরা। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রমণে ওসি সুব্রত ঘোষের পা ভাঙে। পরে অন্য পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রানিগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যান। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানিয়েছেন, শুধুমাত্র গুজবের জেরেই এই অশান্তি। প্রশাসনের তরফ থেকে সবাইকে গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। তবে যে 6 জনকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আসানসোলে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের আর কোয়ারেন্টাইন সেন্টারে ফেরত নিয়ে যাওয়া যায়নি। তাঁদের আসানসোলেই রাখা হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কারও করোনা সংক্রমণ ধরা পড়েনি।

spot_img

Related articles

দলনেত্রীর নির্দেশে ২৯৪ কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম ঘোষণা তৃণমূলের

২৬ ডিসেম্বরের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটরের নাম জানিয়ে দেওয়া হবে। সেই মতোই...

সংস্কার, গতিশীলতা ও সিদ্ধান্ত: ২০২৫-এ যে পথে ভারতের অর্থনীতি

গত পাঁচ বছরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিকূল ঘটনাবলী ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অস্থিরতা ও অনিশ্চয়তার এক পরিবেশের সৃষ্টি হয়েছে। ২০২৫-এ...

মঙ্গলে বাঁকুড়ায় মমতা, SIR আবহে নির্দেশের অপেক্ষায় নেতা-কর্মীরা

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য জুড়ে যখন এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তাপ, ঠিক সেই আবহেই মঙ্গলবার...

বিশেষ সংশোধনীতে প্রবীণ ভোটারদের স্বস্তি! শুনানিতে হাজিরার বাধ্যবাধকতা নয় 

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন প্রবীণ, গুরুতর অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের শুনানিতে হাজির হতে বাধ্য...