Saturday, December 6, 2025

গুজব সামলাতে গিয়ে পা ভাঙল ওসি-র

Date:

Share post:

পঞ্জাবের পরে ফের লকডাউনে আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের জামুরিয়া। সেখানকার কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ছ’জন করোনা আক্রান্ত হয়েছেন- সোমবার রাতে এই গুজব ছড়ায়। মঙ্গলবার, সকালে জামুরিয়া থানার পুলিশ কর্মীরা ওই কোয়ারেন্টাইন সেন্টারে খাবার দিতে গেলে তাঁদের বাধা দেন সেখানে থাকা বাকিরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে 25 জন পুলিশ নিয়ে সেখানে যান ওসি সুব্রত ঘোষ। অভিযোগ কোয়ারেন্টাইন সেন্টারে থাকা লোকেরা দাবি জানান, করোনা আক্রান্ত বা বাইরের কাউকে সেখানে রাখা যাবে না। ওসি বলেন, এটা একেবারেই গুজব। এটাতে কান না দিতে। অভিযোগ, আচমকাই পুলিশকর্মীদের উপর লাঠি নিয়ে আক্রমণ চালান কোয়ারেন্টাইনে থাকা লোকেরা। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আক্রমণে ওসি সুব্রত ঘোষের পা ভাঙে। পরে অন্য পুলিশ কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রানিগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যান। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন জানিয়েছেন, শুধুমাত্র গুজবের জেরেই এই অশান্তি। প্রশাসনের তরফ থেকে সবাইকে গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। তবে যে 6 জনকে করোনাভাইরাস পরীক্ষার জন্য আসানসোলে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের আর কোয়ারেন্টাইন সেন্টারে ফেরত নিয়ে যাওয়া যায়নি। তাঁদের আসানসোলেই রাখা হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে খবর, তাঁদের কারও করোনা সংক্রমণ ধরা পড়েনি।

spot_img

Related articles

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি...