এই মুহূর্তে রাজ্যের মানুষের কাছে কী কী সমস্যা

প্রতীকী ছবি

সরকারি তরফে ঘোষণা এবং চেষ্টা চলছে। বহু বেসরকারি উদ্যোগেও চেষ্টা চলছে। তবু বহু মানুষের সামনে কিছু সমস্যা তীব্র:

1) বহু জেলার বহু এলাকায় রেশনে ঘোষণামত খাদ্যবস্তু দেওয়া হচ্ছে না। প্রথমে কিছুটা দিয়ে তারপর অনিশ্চিত।

2) বেশ কিছু জরুরি ওষুধ পাওয়া সমস্যার হয়ে যাচ্ছে।

3) বেড়াতে গিয়ে বাইরে আটকে যাওয়া বহু পরিবার বিপদে।

4) রাজ্যের বাইরের, এমনকি ভিতরেরও বহু পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার সঙ্কটে।

5) অসংগঠিত শ্রমক্ষেত্রে আর্থিক অনটন শুরু। এবং তা ক্রমশ বাড়ার আশঙ্কা।

6) খোলাবাজারে বহুক্ষেত্রেই জিনিসপত্রের দামে নিয়ন্ত্রণ নেই।

7) জনপ্রতিনিধিরা অনেকেই বুথভিত্তিক খবরাখবর নিচ্ছেন না। ফলে বহু মানুষ সমস্যা বলার জায়গা পাচ্ছেন না।

Previous articleকরোনা-পরিস্থিতি: আজ জরুরি বৈঠকে রাজ্য মন্ত্রিসভা
Next articleচিকিৎসাকর্মীদের সুরক্ষায় প্রোটোকল রাজ্যের, প্রশ্ন, বাদ কেন সাফাইকর্মীরা