মাত্র ১৩ দিন আগে চালু হয়েছে আরোগ্য সেতু। আর এর মধ্যে ডাউনলোড তালিকায় সবার প্রথমে জায়গা করে নিয়েছে এই অ্যাপ। পেছনে ফেলে দিয়েছে একাধিক অ্যাপকে।করোনাভাইরাস শনাক্ত করতে এই অ্যাপ চালু করেছে কেন্দ্র।
মাত্র এক সপ্তাহের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ২ কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন। ১৩ দিনে ছাড়িয়েছে ৫০ মিলিয়নের সংখ্যা। সংশ্লিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা অ্যাপের মাধ্যমে জেনে নেওয়া যাবে।
কীভাবে কাজ করে এই অ্যাপ?
স্মার্টফোনের লোকেশন, ব্লুটুথ এবং ডেটা অন করতে হবে। এরপর অ্যাপ খুলে পরপর প্রশ্নের উত্তর দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত তা জানা যাবে। আবার কোনও সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসলে তাও জানা যাবে অ্যাপ মারফত। আরোগ্য সেতু ব্যবহারকারী “হাই রিস্ক জোনে” থাকলে অ্যাপ পরীক্ষা করার পরামর্শ দেবে। একইসঙ্গে করোনাভাইরাস থেকে দূরে থাকতে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে সেই সম্পর্কে তথ্য দেবে এই অ্যাপ।