জরুরি প্রয়োজনে কীভাবে বেরোবেন বাইরে? তার গাইডলাইন দিচ্ছে কেন্দ্র

করোনাভাইরাস রুখতে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। ২০ এপ্রিল থেকে ছাড় দেওয়া হচ্ছে বিশেষ কিছু ক্ষেত্র। একইসঙ্গে এই সময় বাইরে বেরোনোর ক্ষেত্রে গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

১. জরুরি প্রয়োজনে বাইরে বেরোলে মাস্ক পরতে হবে। কড়া ভাবে সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে হবে।

২. ৫ জনের বেশি জমায়েত করা দণ্ডনীয় অপরাধ।

৩. বিয়ে অথবা সৎকারের মতো কাজ সংশ্লিষ্ট জেলা শাসককে জানাতে হবে।

৪. রাস্তায় থুতু ফেললে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা দিতে হবে।

৫. মদ, গুটখা, সিগারেট বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 
Previous articleলকডাউনে সুরক্ষাবিধি অমান্য করেই দেবেগৌড়ার নাতির বিয়ে, নিন্দার ঝড়
Next articleলকডাউনে আমেরিকায় সবচেয়ে বেশি যাঁদের ক্ষতি হচ্ছে, তাঁদের কথা মিডিয়া বলে না