Monday, May 19, 2025

প্রশাসনের নজরে হাওড়া-কলকাতা-পূর্ব মেদিনীপুর, পর্যাপ্ত সংখ্যায় কারোনা বেড হাসপাতালে: মুখ্যসচিব

Date:

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে নজরে হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর। শুক্রবারে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে আক্রান্তের প্রায় 90% হাওড়া এবং কলকাতার বাসিন্দা। শনিবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, হাওড়ায় ৫৮০ জনের কোভিড 19-এর পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৬২ জনের রিপোর্টে পজিটিভ পাওয়া গিয়েছে। সুতরাং হাওড়ার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, পূর্ব মেদিনীপুরের দিকেও নজর রয়েছে রাজ্য প্রশাসনের। তবে যেভাবে করোনা আক্রান্তদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল, তাতে বিয়ে বাড়ি থেকে করোনা সংক্রমণ ছড়ালেও তা গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, কলকাতার বিভিন্ন অঞ্চলে প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে লকডাউন মানাতে সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যসচিব বলেন, রাজ্যে কোয়ারেন্টাইন হাসপাতাল এবং করোনার চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে বেডের সংখ্যা পর্যাপ্ত রয়েছে। সুতরাং আতঙ্কের কোনও কারণ নেই।
এই মুহূর্তে রাজ্য জুড়ে ৬৬টি কোভিড হাসপাতালে ৭৯৬৯টি বেড রয়েছে। তাতে ভর্তি রয়েছেন ১৭৮ জন।

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...
Exit mobile version