মারণ ভাইরাস কোভিড-১৯ নিয়ে এবার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ২১ মাসের এক শিশু। ওই শিশুর বাড়ি বাইপাস সংলগ্ন উত্তর পঞ্চান্নগ্রামে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই প্রবল কাশিতে ভুগছিল শিশুটি। কাশিটি কিছুতেই না কমায় পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে ওই শিশুটিকে প্রথমে ভর্তি করে তার পরিবার। সেখানে বুকের এক্স–রে রিপোর্ট দেখে সন্দেহ হয় চিকিৎসকের। তারপরই শিশুর সোয়্যাবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং তার কোভিড–১৯ রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়।
পার্ক সার্কাসের যে হাসপাতালের কর্মী শিশুর এক্স–রে করেন তাঁকেও কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি,আরও ৫ জন শিশু-সহ ওই পরিবারের মোট ১৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।