Saturday, November 15, 2025

করোনার গ্রাসে বন্ধ ফুটবল, ইস্টবেঙ্গলের অসহায় লজেন্স মাসির পাশে SFI-DYFI

Date:

ময়দানে তাঁকে চেনেন না এমন মানুষ নেই। গড়ের মাঠ থেকে যুবভারতী, সেখান থেকে শহর পেরিয়ে বারাসত, কল্যাণী অথবা শিলিগুড়ির কল্যাণী স্টেডিয়াম, অবাধ যাতায়াত তাঁর। তা সে ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান-মহামেডান কিংবা অন্য দলের সমর্থক বা কর্মকর্তা। যাঁদের সঙ্গে নিয়মিত ময়দানি ফুটবলের যোগাযোগ, তাঁদের মধ্যে একবার অন্তত তাঁর কাছ থেকে লজেন্স কিনে খাননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি লজেন্স মাসি। কেউ কেউ আবার তাঁকে লজেন্স দিদি বলেও ডাকেন। এক কথায় সকলের প্রিয় এই লজেন্স মাসি বা দিদি। তাঁর প্রকৃত নাম যমুনা দাস, সেটা অব্যশ অনেকেই জানেন না।

তাঁর প্রানের চেয়েও প্রিয় ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলেই মাঠে হাজির হয়ে যান লজেন্স মাসি। পরণে থাকে প্রিয় ক্লাবের জার্সির সঙ্গে মেচিং করা লাল-হলুদ শাড়ি। মাথায় ফেট্টি, যেখানে লেখা ইস্টবেঙ্গল। আর হাতে বিশাল লজেন্স-এর প্যাকেট। সেখানে অবশ্য বিশেষ ধরনের রঙের বালাই নেই। যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় লাল-হলুদ, সবুজ-মেরুন, সাদা-কালো।

সকলের প্রিয় সেই লজেন্স মাসি যমুনা দাস লকডাউনে ভীষণ সমস্যায়। রোজগার পুরোপুরি বন্ধ। শেষ উপার্জন করেছিলেন আইএসএল-এর ম্যাচে। কিন্তু করোনার গ্রাসে এখন সব বন্ধ। যমুনা মাসি এক বছর হলো স্বামীকেও হারিয়েছেন। এখন আগরপাড়ায় তাঁর বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়। ব্যাংকে স্বল্প কিছু জমানো আছে, কিন্তু আধার সমস্যায় এই দুর্দিনের বাজারে সেই টাকাও তুলতে পারছেন না যমুনাদেবী।

এই কঠিন সময়ে সকলের পরিচিত ময়দানের লজেন্স মাসির পাশে দাঁড়ালো বাম ছাত্র-যুবরা। আজ, রবিবার যমুনা দাসের হাতে জীবন ধারণের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হলো SFI-DYFI এর পক্ষ থেকে। এদিন তাঁর হাতে চাল-ডাল-আলু-পিয়াঁজ-তেল-মশলা-ডিম ইত্যাদি তুলে দেওয়া হয়।

তবে এই প্রথম নয়, লকডাউন ঘোষনার কিছুদিনের মধ্যেই এলাকার SFI ও DYFI-এর পক্ষ থেকে লজেন্স মাসির পাশে দাঁড়ানো হয়েছিল। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকেও সাহায্য করা হয়েছে তাঁকে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version