স্বাস্থ্যবিমার ক্লেইম সেটলমেন্ট নিয়ে নয়া নির্দেশ আইআরডিএআই- এর

করোনা আক্রান্তরা চিকিৎসার ক্ষেত্রে পাবেন স্বাস্থ্য বিমার সুবিধা। আগেই তা জানানো হয়েছিল। এবার বিমা সংস্থাগুলিকে নয়া নির্দেশিকা জারি করল আইআরডিএআই। এক নির্দেশিকায় তারা জানিয়েছে, যেসব করোনা আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য বিমা রয়েছে, তাদের বিমার সুবিধা দিতে হবে ২ ঘণ্টার মধ্যে। এই পরিস্থিতিতে অকারণে ক্লেইম সেটেলমেন্ট নিয়ে সময় নষ্ট করা যাবে। যে আবেদন আগে আসবে তার ভিত্তিতে কাজ শুরু করতে বলা হয়েছে।

একইভাবে স্বাস্থ্য বিমা দাতাদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। ইসিজিসি এবং আই সি বাদে সাধারণ স্বাস্থ্য বিমা দাতারা গাইডলাইন মেনে চললে ক্লেইম সেটেলমেন্ট এর সময় সমস্যা কম হবে।

Previous articleকলকাতা মেডিক্যাল কলেজে আরও করোনা আক্রান্ত চিকিৎসকের হদিশ
Next articleত্রাণ জোগাড়ে ডাবল সেঞ্চুরি করা ঐতিহাহিক ব্যাটকেই নিলামে তুলছেন এই ক্রিকেটার