করোনা মুক্ত হল দেশের দুই রাজ্য

দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যে মিলল স্বস্তির খবর। করোনা মুক্ত হলো দেশের দুই রাজ্য। যার মধ্যে রয়েছে গোয়া এবং মণিপুর।

দিন কয়েক আগে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এবার মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন তাঁর রাজ্যের করোনা আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গোয়াতে প্রাথমিকভাবে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসায় সুস্থ হয় তাঁরা প্রত্যেকেই বাড়ি ফিরেছেন। অন্যদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী টুইট করে জানান, রাজ্যে যে দুই জন করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরা হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে আর করোনা আক্রান্ত হওয়ার খবর নেই বলেই জানিয়েছে সংশ্লিষ্ট রাজ্যের স্বাস্থ্য দফতর।
তবে দুই রাজ্যে চলছে কড়া নজরদারি। শোনা যাচ্ছে, করোনামুক্ত হওয়ায় গোয়া ও মণিপুরে লকডাউন শিথিল করতে পারে রাজ্য প্রশাসন।

Previous articleউহানের গবেষণাগারে ভাঙা সিলের ছবি তীব্র করল করোনা-রহস্য
Next articleভারতের নতুন FDI নীতিকে ‘বিভেদমূলক’ বলে প্রতিবাদ জানাল চিন