লকডাউনে ছাড় আরও কিছু ক্ষেত্রকে, নয়া নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের

২০ এপ্রিলের পর বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার ফের নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বিধিনিষেধ আরও শিথিল করার সিদ্ধান্ত জানানো হয়েছে।

কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়?

১. মোবাইল রিচার্জ এবং প্রিপেড সেন্টার।
২. গরমের জন্য ছাড় দেওয়া হবে ফ্যানের দোকান।
৩. যারা বৃদ্ধদের দেখাশোনার কাজ করেন তাঁদের ছাড়।
৪. পড়ুয়াদের সুবিধার্থে পাঠ্যবইয়ের দোকান খোলা যাবে।
৫. চালকল, ডালকল, শহরাঞ্চলের বেকারি।
৬. মৌমাছি, উদ্যানপালন, কৃষিক্ষেত্রে ব্যবহৃত সমস্ত গুদাম খোলার ক্ষেত্রে ছাড়।
৭. কৃষি ও উদ্যানপালনের গবেষণাকেন্দ্রগুলিও লকডাউনের আওতার বাইরে।
৮. দুধ প্রক্রিয়াকরণ ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে।

Previous articleমুকেশ আম্বানির রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বাঁধলো ফেসবুক
Next article২২ দিনে লক্ষাধিক হিট ! রেকর্ড গড়ছে ই-রিডার্স, কুণাল ঘোষের কলম