Thursday, August 28, 2025

সুর অনেকটাই নরম করে দিল্লি থেকে আসা কেন্দ্রীয় দলকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস রাজ্যের৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা এক চিঠিতে মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, রাজ্য সম্পূর্ণভাবে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে দেওয়া কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে৷ মুখ্যসচিবের এই আশ্বাসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব এক বিবৃতিতে স্বাগত জানিয়েছেন৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা চিঠিতে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন :

◾ কেন্দ্রীয় দলের সঙ্গে রাজ্য সরকার সহযোগিতা করেনি, এমন ঘটনা ঘটেনি৷

◾ আসলে, এই দুই কেন্দ্রীয় দল যে রাজ্যে আসছে, তার আগাম কোনও খবর রাজ্যের কাছে সঠিক সময়ে ছিল না৷

◾রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই দুই দল পৌঁছে যায়৷ ফলে কেন্দ্রীয় দলকে পরিকাঠামোগত সহায়তা করার কোনও সুযোগই রাজ্য পায়নি৷

◾কেন্দ্রীয় দলও এ ধরনের কোনও সহযোগিতা রাজ্যের কাছে চায়নি৷

◾ কেন্দ্রের একটি দল নিজেরাই কলকাতায় বিএসএফ অতিথিনিবাসে এবং দ্বিতীয় দলটি শিলিগুড়ির এসএসবি অতিথিনিবাসে চলে যায়৷

◾ এই প্রসঙ্গে জানাই, কলকাতায় আসা কেন্দ্রীয় দলের নেতা অপূর্ব চন্দ্র ২০ এপ্রিল আমার দফতরে আসেন এবং আমাদের মধ্যে লকডাউন ও অন্যান্য বিষয়ে আলোচনা হয়৷ রাজ্য এ ব্যাপারে ইতিমধ্যেই কোন ধরনের পদক্ষেপ করেছে, তা জানানো হয় কেন্দ্রীয় দলের নেতাকে৷

◾ উত্তরবঙ্গের কেন্দ্রীয় দলের নেতা বিনীত যোশির সঙ্গেও আমার বিস্তারিত কথা হয়৷

◾ ২০ এপ্রিল আমি নিজে কেন্দ্রীয় দল কলকাতায় যেখানে আছে, সেই বিএসএফ অতিথিনিবাসে গিয়ে বিস্তারিত আলোচনা করি এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করি৷

◾ কেন্দ্রীয় দল শহরের নিদিষ্ট কিছু এলাকায় সরেজমিনে পরিদর্শন করার কাজও শুরু করেছেন খতিয়ে দেখছে লকডাউন ও অন্যান্য বিধি মানা হচ্ছে কি’না৷

◾ রাজ্য সরকার কেন্দ্রীয় দলকে পূর্ণ সহযোগিতা করবে৷

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version