নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব বুধবার যা বললেন

১. মালদহে কোনও করোনা পজিটিভ নেই

২. একদিনে ৮৮৫ জনের করোনা পরীক্ষা

৩. রাজ্যে পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে : মুখ্যসচিব

৪. রাজ্যের পদক্ষেপকে স্বাগত জানাল কেন্দ্র। কেন্দ্র ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য কেন্দ্রীয় দলকে সাহায্য করেছে

৫. র‍্যাপিড টেস্ট করার ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে

৬. র‍্যাপিড টেস্ট কিট সব তুলে নিয়েছে। কার দোষ?

৭. আরটিপিসিআর কিটেও ত্রুটি থাকায় সেটাও তুলে নেওয়া হয়েছে

৮. সময়মতো পরীক্ষা না হলে রোগীর মৃত্যুতে দোষ কার?

৯. সব রকমের কিট কেন্দ্র তুলে নিয়েছে কেন্দ্র। তাহলে দোষ কার?

১০. বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে

১১. ১৪ হাজার কিট প্রয়োজন, কেন্দ্র দিয়েছে আড়াই হাজার

১২. এর থেকে আমি আর কিছু বলবো না। আপনারা সাংবাদিক। সাহস থাকলে আপনারা খুঁজে বের করুন

১৩. বাদুড়িয়ার ঘটনাটা ঠিক নয়। এটা রাজ্য সরকারের রেশন ব্যবস্থা নয়। অনেকে ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছে। ঘটনা সেখানকার

Previous articleকরোনা পরিস্থিতি পর্যবেক্ষণে শিলিগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল
Next articleকড়া শাস্তির দাওয়াই, করোনা-যোদ্ধা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বাঁচাতে অর্ডিন্যান্স আনছে কেন্দ্র