Wednesday, December 10, 2025

‘মহাভোজ’ ফেলে রেখে, ‘অন্তর্যাত্রা’ থামিয়ে চলে গেলেন ঊষা

Date:

Share post:

প্রয়াত নাট্যব্যক্তিত্ব ঊষা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার বাড়িতে তাঁর মৃত্যু হয়। বাড়িতে একাই থাকতেন ঊষা। এদিন সকালে পরিচারিকা গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তিনি। চিকিৎসককে খবর দেন প্রতিবেশীরা। চিকিৎসক ঊষা গঙ্গোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলেই অনুমান। তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এই নাট্যকার। তারপর কিছুদিন আগেই মৃত্যু হয় তাঁর ছোট ভাইয়ের। ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। ঊষা গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নাট্য-সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৪৫ সালে রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন ঊষা। মাতৃভাষা হিন্দি। তবে বাংলা থিয়েটার জগতেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন তিনি। তাঁর হাত ধরেই বাংলা নাট্যজগতে হিন্দি নাটক জনপ্রিয়তা লাভ করে। ১৯৭৬ সালের ‘রঙ্গকর্মী’ গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করেন ঊষা গঙ্গোপাধ্যায়। সেই দলে অভিনয় করতেন বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। ঊষা গঙ্গোপাধ্যায় প্রযোজনায় ‘মহাভোজ’, ‘রুদালি’, ‘কোর্ট মার্শাল’, ‘অন্তর্যাত্রা’ নাটকগুলি দর্শকদের মন ছুঁয়ে যায়।
১৯৯৮ সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান ঊষা। ‘গুড়িয়া ঘর’ নাটকে অভিনয়ের জন্য রাজ্য সরকারের তরফ থেকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেন তিনি।
ঊষা বলতেন, “থিয়েটার ছাড়া আমার আর কোনও লাইফ নেই”। পারিবারিক জীবনে তাঁকে ঘিরে অনেক বিতর্ক হয়েছে। এমনকী গার্হস্থ্য হিংসার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর নিকটজন। কিন্তু সেই সব পেছনে ফেলে জীবনের শেষ দিন পর্যন্ত শুধুমাত্র রঙ্গমঞ্চ আঁকড়ে ধরে ছিলেন নাট্যব্যক্তিত্ব ঊষা।

spot_img

Related articles

SIR এখন গব্বর সিং-আতঙ্ক! সংসদে মোদি সরকারের বিরুদ্ধে সরব শতাব্দী 

নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনায় তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের উপদলনেতা শতাব্দী রায়। বুধবার তিনি অভিযোগ করেন, এসআইআর...

চাপে পড়েছে বিজেপি! সংসদে এবার গালাগালি অমিত শাহর

সত্যি কথা গায়ে বাজে। কেন্দ্রের বিজেপি সরকারের এখন এমনই অবস্থা। গোটা দেশে নোটবন্দি, দেশাত্মবোধের জিগির সব উপায়ে নির্বাচন...

বাসে চড়ে গানের আড্ডা, মিউজিকাল চমক লাগলো ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ 

গঙ্গাবক্ষে ট্রেলার লঞ্চের পর এবার চলন্ত বাসে মিউজিক লঞ্চ হল কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty) পরিচালিত 'ঠিক সন্ধ্যে নামার...

বড়সড় পরীক্ষার সামনে নির্বাচন কমিশন, কলকাতায় নো-ম্যাপিং বেড়ে সর্বোচ্চ 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) পর্যবেক্ষণে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের মিল না-থাকা...