সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে অসন্তোষ, কোচবিহার মেডিক্যালে বিক্ষোভ শ্রমিকদের

কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ৩০০ জন শ্রমিক।

শ্রমিকদের বক্তব্য সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা যাচ্ছে না। শ্রমিকদের একাংশের দাবি, দীর্ঘদিন থেকে তাঁরা বাড়ি ফিরে যেতে চাইলেও প্রশাসন নির্বিকার।অভিযোগ,তাঁদের বাড়ি ফেরানোর কোনও রকম কোনো উদ্যোগ নিচ্ছে না জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা। এদিন কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠকে বসার কথা ছিল। এদিন সকাল থেকে তাঁরা কাজ বন্ধ করে দেয়। শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Previous article‘মহাভোজ’ ফেলে রেখে, ‘অন্তর্যাত্রা’ থামিয়ে চলে গেলেন ঊষা
Next articleপুলিশ লাইনের ছাদে উঠে এলোপাথাড়ি গুলি, হার মানবে সিনেমা