গত ২৪ ঘন্টায় মার্কিনমুলুকে মৃত্যু হল আরও ১৭৪০ জনের। ফলে এপর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৮৫ হয়ে গেল। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, সংক্রমণের গ্রাফ এখনও উর্ধমুখী। এবিষয়ে সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টা থেকে বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭৪০ জনের। আক্রান্ত হয়েছেন আরও বহু মানুষ। মারণ ভাইরাসের জেরে ইতিমধ্যে নিউইয়র্কে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের, আক্রান্ত ২ লক্ষ ৫১ হাজারের বেশি। নিউ জার্সিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৩৮৭ ও মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৩৫ জনের। ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া সহ একাধিক স্টেটে মৃতের সংখ্যা হাজারের বেশি। মিশিগানে মৃত্যু হয়েছে ২৭০০ জনের। করোনাভাইরাসে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ইতালি। সেদেশে মৃত্যুসংখ্যা ২৫ হাজার ছুঁয়ে ফেলেছে। পিছিয়ে নেই স্পেন ও ফ্রান্সও।
২৪ ঘণ্টায় ১৭৪০ মৃত্যু, আমেরিকায় করোনার বলি সাড়ে ৪৬ হাজারের বেশি
Date:
Share post: