Sunday, August 24, 2025

দুর্ভাগ্য আমাদের, এই মহা-বিপর্যয়ের সামনে দাঁড়িয়েও কুৎসিত তরজা আর গোঁজামিলের তত্ত্ব এড়াতে পারলাম না আমরা!

Date:

বিশ্বজুড়ে যে অভাবনীয় ঘটনা ঘটছে গত চার মাস ধরে, তার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির তুলনা টানছেন অনেকেই। তখন তো তবু শত্রুদের দেখা যেত, আর এখন অদৃশ্য শত্রু কখন কার শরীরে ঢুকে কাকে কখন ঘায়েল করবে তার কোনও ঠিকঠিকানা নেই। এই গ্লোবাল প্যানডেমিক বা বিশ্ব মহামারির সামনে দাঁড়িয়ে প্রতিটি দেশই দাঁত চেপে লড়াই করার চেষ্টা করছে। এমনকী ভারতের অনেক রাজ্যও নিজেদের মত করে লড়াই করার চেষ্টা করছে। ভুল-ভ্রান্তি কি হচ্ছে না? সমালোচনাযোগ্য কাজ কি হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। একাধিক ঘটনা-দুর্ঘটনা ঘটছে। তা সত্ত্বেও অন্যান্য রাজ্যে মোটের উপর মূল ফোকাসটা কিন্তু কোভিড-১৯য়েই আছে। অথচ আমাদের রাজ্য দেখুন! মনে হচ্ছে করোনাভাইরাসের বিপদটা যেন কোনও ব্যাপারই নয়। উল্টে, অজানা এই বিপদকে লঘু করে দিয়ে যে যার মত রাজনীতি আর প্রচারে থাকার প্রতিযোগিতা চলছে যেন। এই মহা-সংকটে যখন রোগ থেকে বাঁচাই (যে রোগে ভ্যাকসিন নেই, নির্দিষ্ট ওষুধ নেই) ঐক্যবদ্ধভাবে সকলের মূল লক্ষ্য হওয়া উচিত, তখন বাংলায় আমরা কুৎসিত তরজা আর সংখ্যাতত্ত্বের গোঁজামিলের জলেই ডুবতে বসেছি। জীবনই যেখানে অনিশ্চিত, সেখানেও এখন শাসক-বিরোধী দল, প্রশাসনের একাংশ চোখ রাঙানোর খেলা দেখিয়ে যাচ্ছে। আর এই ঘোলা জলে লঘু হতে বসেছে করোনা সংক্রমণের মত মারাত্মক বিপদও। কজন আক্রান্ত তা নিয়ে সংশয়, কজনের মৃত্যু তা নিয়ে আরও বড় সংশয়। বিশেষজ্ঞ ডাক্তাররা যেখানে বসে জানান মৃত্যুসংখ্যা সাত, তার দশ মিনিট বাদে ওই একই জায়গায় বসে প্রশাসনের বড়কর্তা বলেন ওটা সাত নয় তিন হবে। অর্থাৎ কার কীসে মৃত্যু হচ্ছে এরাজ্যে তা ডাক্তারদের চেয়ে ভাল বোঝেন রাজনীতিক আর আমলারা। করোনার চিকিৎসাও এবার না হয় ওঁরাই করুন! কোনও কোনও এলাকায় লকডাউন ভাঙার খবর এলেও তা নিয়ে বলতে গেলে প্রশ্ন উঠবে আমরা সাম্প্রদায়িক না ধর্মনিরপেক্ষ? যেন রোগের সংক্রমণটা কোনও ইস্যুই নয়! অভিযোগের যদি কোনও সারবত্তা নাই থাকে তাহলে রাজ্যের সর্বাধিনায়িকাকে কিছু এলাকায় গত দুদিন ধরে ছুটতে হচ্ছে কেন? কোনও সমস্যা না থাকলে তাঁর তো যাওয়ার কথাই নয়। আর যদি সমস্যা থাকেই তাহলে এতদিন পর কেন? কেন লকডাউনের শেষ পর্বে? সমালোচনা মানেই যেমন চক্রান্ত নয়, তেমনই এক পক্ষ যা বলবে অন্য পক্ষকে সবসময় তার বিরোধিতা করতেই হবে তাও গ্রহণযোগ্য হতে পারে না। এই মহা বিপদের দিনেও কি একটু অন্যরকম, আরেকটু সহনশীল হতে পারি না আমরা?

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version