রাজ্যপালকে 5 পাতার কড়া চিঠি দিয়ে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই চিঠি মিডিয়ার শিরোনামে আসে। বাক্যবাণ নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু একঘন্টা যেতে না যেতেই গোল শোধ দিতে নামেন রাজ্যপাল। টুইট করে পাল্টা কামান দেগে বলে দেন সন্ধে 7:45 নাগাদ জবাব দেবেন। এখন এনিয়ে কৌতূহল তুঙ্গে। সূত্রের বক্তব্য, মুখ্যমন্ত্রীর ধারালো চিঠির একতরফা প্রচার আটকাতে রাতেই আসরে নামলেন রাজ্যপাল। এখন দেখার বিষয় তিনি কী বলেন। এবং তাঁর আক্রমণের জবাবে আবার মুখ্যমন্ত্রী কিছু বলেন কি না। রাজ্যপাল দুদফায় বলবেন। আজ সন্ধেয়। এবং কাল সকাল এগারোটায়।
