Sunday, November 16, 2025

নিশ্চিন্ত হওয়ার উপায় নেই, কোভিড-১৯ ভোগাবে আরও বহুদিন: হু

Date:

Share post:

করোনা সংক্রমণ থেকে বাঁচতে অন্তত ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব ও যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলতে হবে। এমনই বলছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, কোভিড-১৯ আমাদের সঙ্গে আরও অনেকদিন থাকবে। কারণ এই নভেল করোনাভাইরাসের সংক্রমণ খুব শিগগিরই থামবে না, বরং এখনও অনেকদিন ভোগাবে। সাংবাদিক সম্মেলনে বিশ্ববাসীকে ফের এভাবে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ডিরেক্টর ড. ট্রেড্রস অ্যাডানম ঘেব্রেইসাস। তাঁর কথায়, পৃথিবীর অধিকাংশ দেশই এখনও সংক্রমণ মোকাবিলার প্রাথমিক স্তরে রয়েছে। তাই কোনও ভুল করবেন না। এই ভাইরাস এখনও আরও অনেকদিন আমাদের সঙ্গে থাকবে। হু প্রধান আরও বলেন, কিছু দেশ ভাবতে শুরু করেছিল যে তারা সংক্রমণের বিপদ কাটিয়ে উঠতে পেরেছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে। আফ্রিকা ও আমেরিকায় সংক্রমণ যে হারে ছড়াচ্ছে তা খুবই উদ্বেগজনক।

শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থাই নয়, দুনিয়ার প্রথিতযশা বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মত হল, এখন সংক্রমণকে কেবল কোনওরকমে ঠেকিয়ে রাখা হচ্ছে। ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় কোনও ওষুধ বা চিকিৎসা পদ্ধতি যে সুনিশ্চিতভাবে কাজ করছে, তার প্রমাণ পাওয়া যায়নি। ভ্যাকসিনের ট্রায়াল কয়েকটি সংস্থা শুরু করেছে ঠিকই, কিন্তু চূড়ান্ত ভ্যাকসিন পেতে এখনও ঢের দেরি। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করতে চলেছে। মানুষের শরীরে তা কতটা কাজ করছে তার পরীক্ষা হবে। কিন্তু সেই ভ্যাকসিন আদৌ কার্যকর হবে কিনা তা একেবারেই বলা যাচ্ছে না। আবার যদি ভ্যাকসিন কার্যকর হয়ও, তা হলেও গোটা পৃথিবীর মানুষকে টিকা দিতে কয়েকশ কোটি ভ্যাকসিন লাগবে। তা উৎপাদন কতদিনে হবে তাও অনিশ্চিত। এদিকে
সাংবাদিক বৈঠকে ঘেব্রেইসাস বলেন, হু ঠিক সময়েই করোনার বিপদ জানিয়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিল। তার ফলে প্রতিটি দেশই প্রস্তুতি ও পরিকল্পনার সময় পেয়েছে।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...