ভারতে করোনা আক্রান্ত ২৩ হাজার ছাড়াল, সামান্য অসচেতনতা ডেকে আনবে ভয়ঙ্কর বিপর্যয়!

বিশ্বের অন্যান দেশের মতো মারণ ভাইরাস কোভিড-১৯ ব্যাপক ভাবে গ্রাস করছে ভারতকেও। শেষ আপডেট অনুযায়ী, ভারতে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার (২৩ হাজার ৭৭ জন) ছাড়াল। মৃত্যু বেড়ে হল ৭১৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে গিয়েছেন ৪ হাজার ৭৪৯ জন রোগী। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য মিলেছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৮৪ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। পাশাপাশি, মৃত্যু হয়েছে আরও ৩৭ জন করোনা রোগীর।

এই তথ্য থেকে পরিষ্কার, ভারতেও বিদ্যুৎ গতিতে থাবা বসাচ্ছে করোনা। ভারতের জন ঘনত্ব এতটাই বেশি যে, একটু অসচেতনতা মুহূর্তে বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। যা অদূর ভবিষ্যতে ইতালি, স্পেন, ব্রিটেন কিংবা আমেরিকার মতোই ভয়ঙ্কর রূপ নিতে পারে এদেশে।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next article“পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি চূড়ান্ত বিরক্তিকর”, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রবাসী চিকিৎসকদের