বিশ্বের সবচেয়ে বেশি করোনা মৃত্যুর রেকর্ড গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবারের সর্বশেষ হিসাব, কোভিডে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটি এই তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজারের বেশি মানুষ মার্কিন মুলুকে মারা গিয়েছেন। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার। যদিও হোয়াইট হাউসের কোভিড কমিটির বিশেষজ্ঞ ড. বার্ক্স বলেছেন, মৃত্যুর হার আমেরিকার চেয়ে ইউরোপের দেশগুলোয় অনেক বেশি। আমেরিকার জনসংখ্যা ৩৩ কোটি। অন্যদিকে ইতালি, স্পেনে অনেক কম জনসংখ্যার দেশে যে পরিমাণ মৃত্যু হয়েছে তাতে বিশ্বে আমেরিকার পরিস্থিতি সবচেয়ে খারাপ তা বলা যায় না।
