মন্দির খুললেও করোনার জেরে স্থগিত চারধাম যাত্রা

মারণ ভাইরাস করোনার গ্রাসে গোটা দেশ। সামাজিক দূরত্ব বজায় রাখতে চলছে লকডাউন। তারই মাঝে অবশ্য নিয়ম মেনে খুলতে চলেছে গঙ্গোত্রী, যমুনোত্রী ও কেদারনাথ মন্দিরের দরজা।

তবে এবার করোনার জন্য পূণ্যার্থীদের চারধাম যাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না। উত্তরাখণ্ডের পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দির খুলবে ২৬ এপ্রিল। কেদারনাথ মন্দির খুলছে ২৯ এপ্রিল। আর বদ্রীনাথ মন্দির খুলবে মে মাসের ১৫ তারিখের পর।

Previous articleলকডাউনে মাছি তাড়াতে হচ্ছে, রমজানে ক্ষতির মুখে ফল ব্যবসায়ীরা
Next articleনতুনভাবে করোনা- সংক্রমিতদের সংখ্যাবৃদ্ধির হার সাম্প্রতিককালে সর্বনিম্ন