অসুস্থ কিম, সুস্থ করতে উত্তর কোরিয়ায় চিকিৎসক পাঠাল চিন

অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কিম জং উন। পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল উত্তর কোরিয়ায় পাঠিয়েছে চিন।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, সংকটজনক অবস্থায় রয়েছেন কিম। ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। কয়েক আগে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিম জং উন। সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা দেয় দু’জন চিকিৎসক-সহ চিনা প্রতিনিধি দল। ওই দলের নেতৃত্বে রয়েছেন চিনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শীর্ষ নেতা।

Previous articleবাড়িতে বসেই রমজানের নমাজ পড়ার আবেদন ইমামদের
Next articleবাড়িতে করোনা রোগীর ‘সন্ধানে’ শহরে পিপিই গ্যাং