Friday, November 14, 2025
দেবাশিস বিশ্বাস

ইউরোপের বহু দেশের GDP গ্রোথ শূন্য ছাড়িয়ে নেগেটিভ, ফ্রান্স, স্পেন, জার্মানি, বেলজিয়াম সহ আরও বহু দেশ প্রায় (-)১০. আমেরিকাও নেগেটিভ।

অনুমান করা হচ্ছে ভারতে শূন্য থেকে ১-এর মধ্যে থাকবে, আবার অনেকে বলছেন লকডাউন দীর্ঘায়িত হলে ভারতও নেগেটিভে যাবেই।

ক্রুড অয়েলের গতকাল দাম ছিল $(-)১৬.৩৮/ব্যারল বিশ্বের ইতিহাসে অকল্পনীয়। বহু তেল কোম্পানি ঘোষণা করেছেন বিনা অর্থে ক্রুড অয়েল নিয়ে যান, তাতে তারা আরও কিছু ইনসেনটিভও দেবে, কারন তাদের আর তেল রাখার জায়গা নেই, মিনাসটায় অতিরিক্ত সঞ্চিত তেলের চাপে বিস্ফোরণ ঘটেছে।

সারা বিশ্বে শিল্প বৃদ্ধি নেগেটিভ, কর্মসংস্থানের অবস্থা কঠিন বলে আমেরিকা সহ বহু দেশ অভিবাসন নীতি পরিবর্তন করছে। ভারতে খুব কম করে ১৫ কোটি মানুষের চাকরি হারাবার আশঙ্কা। কম লোক দিয়ে কাজ চালানোর জন্য বেশ কিছু রাজ্যে দৈনিক কাজের সময় ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা করা হয়েছে। এর জন্য কোনো ওভার টাইম দেওয়া হবেনা। অর্থাৎ দেড় মাসের কাজ করে এক মাসের বেতন। অর্থাৎ প্রতি বছর ৬ মাস করে বেগার খাটতে হবে। দিনে ১২ ঘন্টা ডিউটর ধকল নিশ্চিত। ৫০ -এর উপর বয়সের ব্যক্তিরা এই ধকল নিতে পারবেন না, ধরেই নেওয়া যায় ছাঁটাই হবেই।

এ বছর বহু লক্ষ টন রবি ফসল মাঠেই নষ্ট হয়ে গেল, বর্ষার আমন কী হবে সবই ধোঁয়াশায় মোড়া, কারণ শ্রমিক মিলবেনা।

চোখ বন্ধ করে একবার ভাবুন, করোনাতে মরলেন না এ যাত্রায়, বেঁচেই গেলেন। ঈশ্বর থুড়ি বিজ্ঞানের আশীর্বাদে। তারপর? সেই দেশ বা দুনিয়া কিন্তু পাবেন না কিছুতেই, যে দেশ করোনার ভয়ে ঘরে ঢুকে যাবার আগে ছেড়ে এসেছিলেন। বহু দেশে যে বলা হচ্ছে, এবার নতুন করে বছর গণনা হবে BC মানে Before Corona, আর AC মানে After Corona, তা ভয়াবহ বাস্তব হতে চলেছে। ভালো করে ঘুমিয়ে নিন, এরপর বহু বিনিদ্র রাত অপেক্ষা করে আছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version