Monday, August 25, 2025

ভিন রাজ্যে আটকে থাকা সন্তানদের ফেরাতে মন্ত্রীর কাছে আর্জি অভিভাবকদের

Date:

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ট্রেনিং নিতে কোচবিহার থেকে যাওয়া ২৫-৩০ জন ছাত্র-ছাত্রী রাজস্থানের কোটা শহরে আটকে আছেন। শনিবার, সেই পড়ুয়াদের সরকারি তত্ত্বাবধানে রাজ্যে ফিরিয়ে আনার আবেদন জানাতে জেলাশাসকের দফতরে উপস্থিত হন অভিভাবকদের একাংশ। সেখানে তখন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিভাবকরা তাঁকে জানান, রাজস্থানের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আগেই এই ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। অন্যান্য রাজ্য থেকে রাজস্থান এ পড়তে যাওয়া পড়ুয়ারা ইতিমধ্যে ফিরে গিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনা হয়নি। কোচবিহার থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন ছাত্র-ছাত্রী এই মুহূর্তে রাজস্থানে আটকে রয়েছে।

এমনিতেই রাজস্থানে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে লাল সতর্কতার মধ্যে রয়েছে। এই ছাত্রছাত্রীদের পর্যাপ্ত খাবার নেই। নেই অর্থও। এই পরিস্থিতিতে দ্রুত তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন অভিভাবকরা। অভিভাবক অপূর্ব হোমরায় বলেন, “সরকার উদ্যোগ না দিলে আমরা ব্যক্তিগতভাবে তাঁদের ফিরিয়ে আনতে পারি। সেক্ষেত্রেও সরকারি অনুমোদন দরকার”। পাশাপাশি, তিনি দাবি করেছেন ট্রেনের ব্যবস্থা না হলে বিশেষ বিমানে যেন তাদের সন্তানদের ফিরিয়ে আনা হয়।
এই বিষয়ে জেলাশাসকের দফতরে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, এই মুহূর্তে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার বিষয়ে কোনও নেতা-মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রশাসনের তরফে যদি কোনও সিদ্ধান্ত হয় তবে সেটা সফল হতে পারে। পাশাপাশি তিনি বলেন, “বর্তমান পরিস্থিতির নিরিখে ছাত্রছাত্রীরা যেখানে রয়েছেন, সেখানেই সুরক্ষিত থাকুন”।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version