ফের ভারতীয় ক্রিকেট দলকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন,”আমার ভারতের জন্য খারাপ লাগত। এতবার ওদের হারিয়েছি। ওরা সবসময় চাপে থাকত। সেই টসের সময় থেকেই ওদের অধিনায়ক প্রচন্ড চাপে থাকত। আমি ওর দিকে তাকাতেই বুঝতে পারতাম খুব ভয় পেয়ে আছে। সেসময় ভারত আমাদের প্রতিদ্বন্দ্বীই ছিল না।”

খেলার মাঠে ভারত-পাকিস্তান যুদ্ধ লেগেই থাকত। তা ইমরান খান বনাম কপিল দেব থেকে শুরু করে শচিন বনাম ইনজামাম হয়ে কোহলি বনাম বাবর আজম। দুই দেশের মধ্যে ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে খেলা হয়েছে ১৯৯টি ম্যাচ। এর মধ্যে ভারত জিতেছে ৭০টি। পাকিস্তান জিতেছে ৮৬টি। মোট ৫৯টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ৯টি। পাকিস্তান ১২টি। ১৩২টি ওয়ানডে ম্যাচের মধ্যে ভারতের দখলে গিয়েছে ৫৫টি। পাকিস্তান জিতেছে ৭৩টি। ইমরান জমানায় শক্তিশালী ছিল তার টিম।
তবে কোনদিনই লড়াই ছাড়েনি ভারত। তাই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক যে কটাক্ষ করছেন, তা আর এখন তাঁকে মানাচ্ছে না।
