এবার পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বাড়তে পারে লকডাউনের মেয়াদ। দ্বিতীয় দফায় লকডাউন চলছে দেশজুড়ে। যার মেয়াদ শেষ হবে ৩ মে। আগেই শোনা গিয়েছিল লকডাউন বাড়াতে পারে মহারাষ্ট্র সরকার। এবার মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটতে চলেছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের, হটস্পট এলাকাগুলিতে বাড়তে পারে লকডাউনের মেয়াদ।