Thursday, August 28, 2025

ভুলেও এখন সেলুনে যাবেন না, চুল-দাড়ি কাটতে গিয়ে একসঙ্গে করোনায় আক্রান্ত ৬

Date:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। কিছু জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ। সর্বত্র দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা। কিন্তু মানছে কে? ফলে যা হওয়ার তাই হলো। সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়ে একসঙ্গে ৬ জন আক্রান্ত হলেন করোনায়। ঘটনা মধ্যপ্রদেশের বরগাঁও গ্রামের। আতঙ্কে গোটা গ্রামকেই সিল করে দিয়েছে পুলিশ।

জানা গিয়েছে লকডাউন উপেক্ষা করে ওই সেলুন খোলা হয়েছিল। চুল-দাড়ি কাটতে সেই সেলুনে যাওয়া ১৩ জনের মধ্যে ৬ জনই এখন করোনায় আক্রান্ত। খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। সেলুনে যাওয়া প্রত্যেকেরই হয় সোয়াব টেস্ট। আর তারপরেই দেখা যায়, এঁদের মধ্যে ৬ জন কোভিড-১৯ পজিটিভ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংক্রামিত ওই ৬ ব্যক্তির মধ্যে একজন ইন্দোরের একটি হোটেলে কাজ করেন ৷ সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় গত ৫ এপ্রিল গ্রামে ফেরেন তিনি। ওই হোটেলকর্মীর দেহেই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে৷ পড়ে জানা যায়, তিনি ওই সেলুনটিতে গিয়েছিলেন। এরপরই ওই সেলুনে যাওয়া আরও ৫ জন ব্যক্তি আক্রান্ত হয়ে পড়েন। তবে খুবই আশ্চর্যের বিষয় হল, চুল কাটতে যাওয়া ১৩ জনের মধ্যে ৬ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়লেও সেলুনের নাপিত কিন্তু সম্পূর্ণ সুস্থই আছেন বলে জানা গিয়েছে। তবে সকলকেই পাঠানো হয়েছে কোয়টেন্টাইনে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version